মহাবিশ্বের বয়স কতো?


মহাবিশ্বের বয়স কতো? ১৩.৮ বিলিয়ন বছর তাইতো? 
কিন্তু আমরা জানলাম কীভাবে।
হাবল দেখিয়েছিলো যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে আর কোনো নক্ষত্র আমাদের থেকে যতো দূরে সমানুপাতিকভাবে সেটা ততো বেশী গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ১৯২৯ সালের হাবলের ওই সূত্র থেকে আমরা জানি:
V = Hr [এখানে H, হাবল ধ্রুবক]
এখন,
T = r/v = r/Hr = 1 / H
তারমানে,, শুধুমাত্র হাবল ধ্রুবকে র মান থেকেই আমরা মহাবিশ্বের বয়স বের করে ফেলতে পারবো৷ কিন্তু ঝামেলা হলো মহাবিশ্বের শুরু থেকে এই পর্যন্ত সবসময় এর মান সমান ছিলো না।
হাবল ধ্রুবককে কিলোমিটার পার সেকেন্ড-মেগাপারসেক (km/s.MPc) এককে মাপা হয়। যেখানে, এক মেগাপারসেক 3.084 x 10^19 কিলোমিটার যেটাকে আলোকবর্ষে 3.260 x 10^6 ly লেখা হয়।
আমাদের এখনকার হিসাব অনুযায়ী,
H = 71.0 km/s.Mpc
এখন আমরা মহাবিশ্বের বয়স এখান থেকে বের করতে পারি, ছবিতে পুরোপুরি লিখেছি এখানে শুধু শেষ লাইনটা লিখে দিচ্ছি।
T = (4.34 x 10^17) / (365 x 86400)
= 13.77 বিলিয়ন বয়স প্রায়!!

Post a Comment

0 Comments