সূর্যগ্রহণ আসলে কী? (Eclipse of the Sun)

eclipse-of-the-sun bigganchinta
eclipse-of-the-sun-সূর্যগ্রহণ আসলে কী bigganchinta

সূর্যগ্রহণ একটি জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা। চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে এবং পৃথিবীর উপর একটি ছায়া ফেলে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অন্তরায় হয়ে গেলে সূর্যকে আর দেখা যায় না। চাঁদের এই ঢেকে ফেলার ফলে গ্রহণটি আংশিক হতে পারে, পূর্ণগ্রাস বা বলয়াকার হতে পারে।
আজকের (২৬শে ডিসেম্বর) সূর্যগ্রহণটি কি বলয়াকার, আংশিক নাকি পূর্ণগ্রাস?
এই সূর্যগ্রহণটি হবে ‘অ্যানুলার' (annular) বা বলয়াকার। এটি ‘আগুনের বলয়' (ring of fire) নামেও পরিচিত। যখন চাঁদ তার কেন্দ্র থেকে সূর্যকে আচ্ছাদিত করে তখন চাঁদের ঢেকে দেওয়া অংশটুকু বাদে সূর্যের বাকিটা দৃশ্যমানই থাকে। দেখে যেন মনে হয় একটা সোনালি রঙের আংটি। এই ধরণের সূর্যগ্রহণকেই বলয়াকার সূর্যগ্রহণ বলে। সুতরাং, এই বছর, চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলবে, এবং সূর্যের প্রান্তকে ‘আগুনের আংটি' বা ‘আগুনের বলয়' হিসাবেই দেখা যাবে। কিন্তু ঢাকা থেকে মূলত আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকায় আংশিক সূর্যগ্রহণ শুরু হবে আগামীকাল সকাল ৯.০২ মিনিটে। ১০.২৮ মিনিটে চাঁদ সূর্যকে সর্বোচ্চ পরিমাণে ঢেকে ফেলবে অর্থাৎ Maximum Eclipse হবে বা চাঁদ সূর্যের কেন্দ্রের সবচেয়ে কাছে আসবে। এবং ১২.০২ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে।
গ্রহণ দেখার জন্য সেরা জায়গা কোনগুলো?
ঢাকা থেকে Annular Solar Eclipse বা বলয়াকার সূর্যগ্রহণ না দেখা গেলেও সৌদি আরব, ওমান, দক্ষিণ ভারত এবং ইন্দোনেশিয়ার কিছু অংশ থেকে বলয়াকার সূর্যগ্রহণ যাবে।
তবে সাধারণ মানুষদের পরামর্শ একটাই যে, কোনওভাবেই যেন খালি চোখে এই সূর্যগ্রহণ না দেখেন। সূর্যগ্রহণ দেখতে অন্ততপক্ষে চোখে সানগ্লাস পরা বাধ্যতামূলক।

Post a Comment

0 Comments