জোনাকি পোকার আলোর রহস্য


No automatic alt text available.

আমাদের ঘরে যেসব আলোর উৎস রয়েছে, যেমন টিউব লাইট, বাল্ব; এগুলো জ্বালানোর কিছুক্ষণ পরই খুব গরম হয়ে যায় না? হাত দিয়ে ধরা যায়?? আবার পৃথিবীর আলোর উৎস সূর্যের তাপমাত্রাও কয়েক কোটি কেলভিন!! মানুষ এখনও সূর্যের ধারেকাছে যাবার মতও Technology আবিষ্কার করতে পারেনি।। জোনাকি পোকার আলো আমরা সবাই দেখেছি, অনেকে ধরে ধরে বোতলে জমিয়েওছি। কিন্তু জোনাকি পোকা তো ধরলে হাত পুড়ে না! কেন?? এর কারণ তাদের আলোর উৎপত্তির সঙ্গে তাপের কোনও সংশ্লিষ্টতা নেই। তাই তাদের আলো Cold Type। যদি Cold Type না হত, তাহলে জোনাকি নিজের তৈরি আলোর তাপে নিজেই পুড়ে ছাই হয়ে যেত! কিন্তু তারা আলো উৎপন্ন করে কীভাবে?? আসলে তাদের আলো উৎপাদনের জন্য আলাদা Organ রয়েছে। সেই Organ এর cell গুলো produce করে Calcium, Luciferin নামক পিগমেন্ট (র‍ঞ্জক পদার্থ), Luciferase নামক engyme, Nitric oxide আর ATP। তাদের gene এর মাঝেই এসব উৎপাদন করার জন্য প্রয়োজনীয় coding করা থাকে। ঐ organ এর cell এ oxygen প্রবেশ করলে Calcium, Luciferin, Luciferase, ATP এর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া হয়। একে Bioluminescence reaction বলা হয় । এর ফলে তড়িৎ-চৌম্বক তরঙ্গের উদ্ভব হয়, যার পুরোটাই তড়িৎ-চৌম্বক বর্ণালীর দৃশ্যমান আলোক তরঙ্গ অঞ্চলের, এতে কোনো Infrared বা Ultraviolet ray থাকে না। তরঙ্গ দৈর্ঘ্য হয় 510-670 nanometers। Organ টির ভিতরের part এ Uric Acid এর Crystal Layer থাকে, যা উৎপন্ন তরঙ্গকে Reflect করে। ঐ তরঙ্গ আমাদের চোখের রেটিনায় এসে পড়লে আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো, জোনাকির আলো সবসময় দেখিনা কেন? ঐ organ এর cell এ তো শ্বসনের জন্য oxygen সবসময় প্রবেশ করছে, তাহলে সবসময় তো জোনাকির আলো দেখা যাবার কথা!! কেন সবসময় আলো উৎপন্ন হয়না?? কারণ ঐ organ এর উপর জোনাকি পোকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাই সে সবসময় cell এর বিক্রিয়াস্থলে oxygen প্রবেশ করতে দেয় না। এ কাজে সে Nitric oxide তৈরি করে। Nitric oxide এর অনুপস্থিতিতে oxygen ঐ organ এর কোষের Mitochondria তে প্রবেশ করে, ATP তৈরির জন্য। ফলে বিক্রিয়াস্থলে oxygen অনুপস্থিত থাকে। আর Nitric oxide এর উপস্থিতিতে oxygen বিক্রিয়াস্থলে প্রবেশ করে, ফলে আলো উৎপন্ন হয়। এখন প্রশ্ন হলো, জোনাকি কেন আলো তৈরি করে?? জোনাকি লার্ভা অবস্থাতেই আলো তৈরি করতে পারে, যার ফলে লার্ভা খাদক প্রাণীদের কাছে তা অখাদ্য মনে হয়। এভাবে তারা আত্মরক্ষা করে। বিভিন্ন জোনাকির আলোর Flash Pattern নির্দিষ্ট প্রজাতির জন্য নির্দিষ্ট রকমের হয়। এভাবে তারা স্বজাতিদের চিনতে পারে। আলোর মাধ্যমে তারা শিকারকেও আকৃষ্ট করে। আবার যে ছেলে জোনাকি পোকা যত বেশি সময় ধরে, সুন্দর করে আর উজ্জ্বল করে আলো জ্বালাতে পারে, সে নাকি মেয়ে জোনাকির কাছে তত বেশি Cute(!) আর Handsome(!) মনে হয়!! এভাবে ছেলে জোনাকি পোকারা মেয়ে জোনাকিদের আকৃষ্ট করে।
No automatic alt text available.

Post a Comment

0 Comments